বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮

বড়লেখা পৌরসভা ও সদর ইউপি জমিয়তের কাউন্সিল সম্পন্ন

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বড়লেখা উপজেলা শাখার গৃহীত কর্মসূচির (ইউনিয়ন শাখা গঠণ) অংশ হিসেবে গতকাল  ১৫/১১/২০১৮ ইং রোজ বৃহস্পতিবার, বাদ জোহর, "উপজেলা জমিয়ত কার্যালয়ে"
বড়লেখা পৌরসভা ও সদর ইউপি জমিয়তের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহবায়ক মাও. মুখলিসুর রহমান সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বড়লেখা উপজেলা জমিয়তের সভাপতি মাও. শায়েখ রমিজ উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বড়লেখা উপজেলা জমিয়তের সেক্রেটারি মাও. ইমাম উদ্দীন, জয়েন্ট সেক্রেটারি মাও. ছালেহ আহমদ, সহ-অর্থ সম্পাদক হাফিয মাও. ইয়াহইয়া আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা এবং স্থানীয় জমিয়তের নেতৃবৃন্দ।
কাউন্সিল অধিবেশনে ২১ সদস্য বিশিষ্ট নিম্নোক্ত কমিটির দ্বী-বার্ষিক প্যানেল ঘোষণা করা হয়।
(১) ♪সভাপতিঃ মাও. মুখলিসুর রহমান সাহেব
(২) ♪সহ-সভাপতিঃ মাও. আব্দুল কাদির সাহেব
(৩) ♪সহ-সভাপতিঃ মাও. ক্বারী এনামুল হক্ব সাহেব
(৪) ♪সেক্রেটারিঃ মাও. কাওসার আহমদ সাহেব
(৫) ♪জয়েন্ট সেক্রেটারিঃ মাও. রশিদ আহমদ সাহেব
(৬) ♪সহ-সেক্রেটারিঃ হাফিয মাও. খায়রুল ইসলাম সাহেব
(৭) ♪সাংগঠনিক সম্পাদকঃ মাও. আব্দুল মতিন সাহেব
(৮) ♪প্রচার সম্পাদকঃ মাও. আব্দুল বাসিত সাহেব
(৯) ♪অর্থ সম্পাদকঃ জনাব মুখলিস আলী সাহেব
(১০) ♪প্রশিক্ষণ সম্পাদকঃ হাফিয মাও. সাদিক আহমদ সাহেব
(১১) ♪সাহিত্য সম্পাদকঃ হাফিয মাও. রেজাউল করিম সাহেব
(১২)♪সমাজকল্যণ সম্পাদকঃ মাও. আব্দুল হালিম সাহেব
(১৩) ♪শ্রম বিষয়ক সম্পাদকঃ মাও. আব্দুল মুহাইমিন সাহেব
(১৪) ♪কৃষি বিষয়ক সম্পাদকঃ মাও. ফজলুর রহমান সাহেব
(১৫) ♪অফিস সম্পাদকঃ মাও. নাজমুল ইসলাম সাহেব
(১৬) ♪যুব বিষয়ক সম্পাদকঃ হাফিয কুতুব উদ্দীন সাহেব
(১৭) ♪ছাত্র বিষয়ক সম্পাদকঃ মাও. মাহবুবুর রহমান সাহেব
(১৮) ♪সদস্যঃ হাফিয আনোয়ার হুসাইন সাহেব
(১৯) ♪সদস্যঃ হাফিয আব্দুর রব সাহেব
(২০) ♪সদস্যঃ হাফিয সুলেমান আহমদ সাহেব
(২১) ♪সদস্যঃ হাফিয মুজিবুর রহমান সাহেব

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন